uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


অ্যামাজন আনছে ফায়ার টিভির জন্য নিউজ অ্যাপ


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকম।নিউজ ডেস্কঃ

নিজেদের ডিজিটাল মিডিয়া প্লেয়ার ‘ফায়ার টিভি’র জন্য নিউজ অ্যাপ তৈরি করছে অ্যামাজন। বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিও নিউজ সম্পর্কে তথ্য জানাবে অ্যাপটি। এ জন্য বাড়তি খরচও গুনতে হবে না। ফলে বিনোদনের পাশাপাশি আশপাশে ঘটে যাওয়া হালনাগাদ সংবাদের ভিডিও দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অ্যাপটি চালুর জন্য এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনাও শুরু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপটি চালু হতে পারে।

 

/এ.এইচ.বি