তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁও হাসপাতালের দুইজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ আফসারী আঞ্জু ও ডাঃ আসিফুর রহমান লিমনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এরপর সোমবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবব উর রহমান পুরো পৌর এলাকাকে অনিদিষ্টিকালের জন্য লকডাউন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লক ডাউন চলাকালে জরুরী প্রয়োজন ব্যতিত গফরগাঁও পৌর শহরের থেকে কোন ব্যক্তি ঘর থেকে বের হতে পারবে না। পৌর শহর থেকে কোন ব্যক্তি বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোন ব্যক্তি বা পরিবহন পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। লক ডাউন সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি রাত আটটার পরে গফরগাঁও পৌর শহরে মাইকে প্রচার করা হয়। গণবিজ্ঞপিতে জানানো হয়, লক ডাউন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গণ বিজ্ঞপ্তিতে বিশেষ প্রয়োজনে পৌরবাসীকে তাদের স্ব স্ব কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার পৌর শহরের ৯ নং ওয়ার্ডে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গফরগাঁও পৌরশহরে এ নিয়ে এ পর্যন্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।
এ জাতীয় আরো খবর..