অর্থপ্রাপ্তির স্বার্থে বিভিন্ন দেশের ক্রিকেটাররা যখন রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল আয়োজনের কথা বলছেন, তখন তাদের জন্য এলো দুঃসংবাদ। আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। যে কারণে পিছিয়ে যাচ্ছে আইপিএল। উদ্ভুত পরিস্থিতিতে আইপিএল কবে হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিসিসিআই।
সব ঠিকঠাক থাকলে আইপিএল-এর বল গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আইপিএলও ৩ মে পর্যন্ত আপাতত স্থগিত করা হচ্ছে। ৩ মের পর আইপিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
এদিকে অক্টোবর-নভেম্বরের উইন্ডোতে আইপিএল করার কথা ভাবা হচ্ছে। সূচি অনুযায়ী, অক্টোবর-নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল এই জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘অস্ট্রেলিয়া যদি ৬ মাসের জন্য লকডাউন থাকে, তাহলে ওদের ক্রিকেটারদের কীভাবে ছাড়া হবে? তাছাড়া অন্য দেশের বোর্ডকেও তো প্লেয়ার ছাড়ার সম্মতি দিতে হবে।