Avatar এরশাদ হোসেন বিজয়
Reporter


অনলাইন ঐক্য ফোরামের মানববন্ধন ও প্রতিবাদী কবিতা পাঠ


এরশাদ হোসেন বিজয়ঃ “নুসরাত হত্যার বিচার দাবিতে আন্দোলনে উত্তাল শাহবাগ বাংলাদেশ অনলাইন ঐক্য ফোরামের মানববন্ধন ও প্রতিবাদী কবিতা পাঠ” সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে গতকাল ১২ এপ্রিল, শুক্রবার বিকালে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে শাহবাগ চত্বর। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “বাংলাদেশ অনলাইন ঐক্য ফোরাম” এর আয়োজনে বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, প্রতিবাদী কবিতা পাঠ ও বিক্ষোভ। ফোরামের আহ্বায়ক বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন “আমাদের গল্পকথা”র কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি ও প্রাবন্ধিক সৈয়দ আসাদুজ্জামান সুহান, “বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)”র কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কবি ও কথাশিল্পী মুহাম্মদ ইয়াকুব, “সাহিত্যকুঞ্জ”র প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও কণ্ঠশিল্পী ফিরোজ মোল্লা, “আমাদের গল্পকথা”র কেন্দ্রীয় পরিচালক কবি মামুন আব্দুল্লাহ, “আমাদের গল্পকথা”র কেন্দ্রীয় পরিচালক নাট্যকার আবু সাহেদ সরকার, সুসাজের সভাপতি কবি ইখতিয়ার হুসাইন, “সাহিত্যবন্ধন”র সাধারণ সম্পাদক কবি ও সংগঠক জেসমিন রুমী, “পল্লী আলো সাহিত্য পরিষদ” প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সংগঠক রুকনুজ্জামান লিটন পল্লী, “স্বপ্নাকাশ সাহিত্য পরিষদ”র প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক হাসনা হেনা, ” “বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)”র ঢাকা মহানগরী শাখার পরিচালক কবি চন্দনা আহমেদ প্রমুখ। “মানববন্ধন ও প্রতিবাদী কবিতা পাঠ” কর্মসূচীতে ধর্ষণ ও প্রতিবাদী কবিতা পাঠ করেন অসংখ্য কবি ও আবৃত্তিকার। কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের আহ্বান জানান। পাশাপাশি আর কোন নুসরাত যেন এমন বর্বরতার স্বীকার না হয় সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানান।