উত্তরা ১০নং সেক্টরের পাশে (আহসানিয়া মিশন হাসপাতাল সংলগ্ন) উদ্বোধন হয়েছে উত্তরা কৃষি মার্কেট। গতকাল (৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) পাইকারি কাঁচাবাজারটির উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। এ সময় মার্কেট কমিটির সভাপতি হাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রমজান আলীসহ কৃষি মার্কেটটির প্রায় দুইশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টায় উত্তরা কৃষি মার্কেট উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন হাবিব হাসান, এমপি। বক্তব্য পর্বে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দূর থেকে ব্যবসা করতে এসেছেন লাভের আশায়। লাভ করেন কিন্তু অতিরিক্ত মুনাফা করবেন না, যাতে এই বাজারের সুনাম নষ্ট হয়। বাজারের সুনাম নষ্ট হলে লাভবান হতে পারবেন না।”
আলহাজ্ব হাবিব হাসান, এমপি আরো বলেন, “আমাদের আশেপাশে এত বড় মার্কেট আর নেই। অনেকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এটির উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।”
ক্রেতা-বিক্রেতা একে-অপরের পাওনা প্রাপ্তির বিষয়ে ব্যবসায়ীদের প্রতি তিনি বলেন, পন্যের দাম সঠিক রাখবেন। ক্রেতাদের সঠিক পরিমাপে দেয়ার মাধ্যমে বিক্রেতাদের পাওনা বুঝে নেয়া অনুরোধ জানান তিনি। তাহলেই মার্কেটের সুনাম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাবিব হাসান, এমপি।
এই সরকারকে ব্যবসা বান্ধব সরকার আখ্যায়িত করে মোহাম্মদ হাবিব হাসান, এমপি বলেন, “ব্যবসায়ীদের করোনাকালীন সময়েও মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন। অর্থনৈতিক চাকাকে তিনি সচল রেখেছেন। প্রধানমন্ত্রীর সুনিপুণ দক্ষতায় আমরা কোভিড নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।” এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
পরে ফিতা কেটে উত্তরা কৃষি মার্কেটের উদ্বোধন করেন তিনি।