oikko-front

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তিন দিন আগে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আগামী ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

ড. কামাল জানান, ২৭ তারিখের জনসভা ছাড়াও নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা-৪ থেকে ১৮ আসনের প্রতিটি নির্বাচনী এলাকায় একই সময়ে জনসভা ও গণমিছিল হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছেন কি না-জানতে চাইলে ড. কামাল বলেন, অনুমতি নেওয়ার বিষয় আমার না। আমরা তাদের অবগত করব, এছাড়া জনসভা করা আমাদের সাংবিধানিক অধিকার। তাদের মন চাইলে তারা বন্ধ করে দিক।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ ধরনের জনসভায় সাধারণত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।

কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও জনসভা কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলাল বলেন, ‘নির্বাচন কমিশন যদি এমন বলে থাকে তাহলে তারা সঠিক এবং আইন অনুযায়ী কথা বলেননি।’উত্তরানিউজ২৪ডটকম / জি/তা

recommend to friends
  • gplus

পাঠকের মন্তব্য

ফেসবুকে আমরা