রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:০০:৫৬ বাংলাদেশ সময়ে প্রকাশিত।

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ইসহাক মিয়া (২৪) ও আতিকুর রহমান চৌধুরী (৪০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খিলক্ষেত ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসহাক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাফেজ আমিরুদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে চাকরি করতেন।
আর নিহত আতিকুর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতেন।
ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উত্তরানিউজ২৪ডটকম / এ/বি